‘থ্রি ইডিয়টস’ সিনেমায় বন্ধু রাজুকে কোমা থেকে জাগাতে আবেগপ্রবণ পদক্ষেপ থেকে রসিকতা সবই প্রয়োগ করে। শেষে বোনের বিয়ে নিয়ে রসিকতা শুনে জেগে ওঠে রাজু রস্তোগি। দর্শকরা আনন্দ পেলেও এটা যে বাস্তবে সম্ভব না তা মনে মনে সবাই জানতেন। কিন্তু এবার এই অসম্ভবই সম্ভব হল আমেরিকায়। মায়ের রসিকতায় পাঁচ বছর পরে জেগে উঠল মেয়ে। মা পেগি মিনস বলছেন যেন একটা বন্ধ দরজা দুজনকে দুজনের সামনে রেখেও আলাদা করে রেখেছিল। হঠাৎ সেই দরজাটা খুলে গিয়ে মিলে গেলেন মা-মেয়ে।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে গাড়ি দুর্ঘটনায় মিচিগানের জেনিফার ফ্লেওয়েলেন ইররিভার্সিবল (ফেরার অযোগ্য) কোমায় চলে যান। সেই সময় তাঁর ছেলের বয়স ছিল ১১। মা পেগি মিনস কিন্তু কখনও আশা ছাড়েননি। নাতির ফুটবল খেলা দেখাতে নিয়ে যেতেন। আর ক্রমাগত ফ্লেওয়েলেনের সঙ্গে রসিকতা করে যেতেন। শেষে পেগির রসিকতা শুনে হঠাৎ একদিন হেসে ওঠে ফ্লেওয়েলেন। শুনে ভয় পেয়ে যান পেগি। পরে যোগাযোগ করা হয় ডাক্তারের সঙ্গে।

বর্তমানে শুধুই নিজের অনুভূতিগুলি প্রকাশের অবস্থায় রয়েছেন ফ্লেওয়েলেন। বিভিন্ন থেরাপি চলছে তাঁর। যদিও ডাক্তাররা এই ধরনের কোমা থেকে ফেরার ঘটনা শতকরা ১ বা ২ জন বলেই জানাচ্ছেন। তাই ফ্লেওয়েলেনের ফিরে আসা তাঁদের কাছেও বিস্ময়কর। প্রথমে লম্বা সময় ঘুমাবে সে। পরে ধীরে ধীরে চিকিৎসার মধ্যে দিয়ে তার সব অঙ্গপ্রত্যঙ্গের স্বাভাবিক অবস্থা ফিরে পাবে সে, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।






































































































































