এএফসি এশিয়ান কাপে ব্যর্থ হয় ভারতীয় ফুটবল। তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই ব্যর্থ হয় সুনীল ছেত্রীর দল। আর এবার এই ব্যর্থতা নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিম্যাচ। একটি দীর্ঘ রিপোর্ট জমা দিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। সেই রিপোর্টেই উল্লেখ করেছেন কেন ব্যর্থ হল ভারতীয় দল।
এই নিয়ে স্টিম্যাচ বলেন, “ হতাশাজনক হলেও অপ্রত্যাশিত নয়।আমি বাস্তববাদী মানুষ। পরপর এশিয়ান কাপে অংশ নেওয়াটা কখনওই খারাপ ফল নয়। কীভাবে প্রত্যাশা করেন এশিয়ান কাপে জাতীয় দল ভালো ফল করবে, যেখানে আইএসএলের সেরা দলগুলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপে বাংলাদেশ ও মালদ্বীপের ক্লাবের কাছে হারে? ” এখানেই না থেমে স্টিম্যাচ বলেন, “ভারতই একমাত্র দেশ যার ফুটবলাররা বিশ্বের সেরা লিগে খেলে না। একই সঙ্গে বয়স ভিত্তিক এএফসি এশিয়ান কাপেও যোগ্যতা নির্ণয় করতে ব্যর্থ হয়।” প্রশ্ন তোলেন, “যেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশ যাদের অধিকাংশ ফুটবলারই ইউরোপের লিগে খেলে তারা কমপক্ষে ২৭ দিনের শিবির করলেও ভারতের শিবির হয়েছিল ১৩ দিনের।”
এরপরই স্টিম্যাচ জানান, এশিয়ান কাপে ভারতই একমাত্র দেশ ছিল যারা অত্যাধুনিক জিপিএস সরঞ্জাম ছাড়াই এই প্রতিযোগিতার শিবির করেছে। আশিক কুরুনিয়ান, জিকসান সিং, আনোয়ার আলিদের চোটের জন্য পাওয়া যায়নি।
আরও পড়ুন- বিশ্বকাপের পর টেস্ট ক্রিকেটেও ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স রাচিন রবীন্দ্রর, গড়লেন নজিড়