প্রশ্নফাঁস রুখতে এবার উচ্চমাধ্যমিকেও ইউনিক QR কোড

0
4

উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের কারচুপি রুখতে ২০২৩ সাল থেকেই সিসিটিভি (CCTV) ক্যামেরার নজরদারি শুরু হয়। পরীক্ষাকেন্দ্রে ঢোকার ঘর, পরীক্ষার ঘর সহ শিক্ষকদের ঘরেও সিসিটিভি লাগানোর নির্দেশ গত বছর থেকেই ছিল। ২০২৪ উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে কিউ আর কোড (QR Code) রাখার সিদ্ধান্ত শিক্ষা সংসদের।

মাধ্যমিক পরীক্ষায় প্রথম তিনদিনের পরীক্ষাতেই দেখা গিয়েছে প্রশ্ন ফাঁসের (question leak) প্রবণতা। তিনদিনে প্রশ্ন ফাঁস করে ২৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিদিনই পরীক্ষা সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র ঘুরতে শুরু করার ঘণ্টা খানেকের মধ্যে অভিযুক্ত পরীক্ষার্থীদের চিহ্নিত করে ফেলেছে পর্ষদ।

এবার সেই প্রযুক্তি ব্যবহার করে উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস আটকানোর পন্থা নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পর্ষদের দেখানো পথেই উচ্চমাধ্যমিকের সব প্রশ্নের সব পাতায় থাকছে কিউ আর কোড। এবিষয়টি পরীক্ষার্থীদের জানিয়ে সতর্কও করছে শিক্ষা সংসদ। শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক পরীক্ষার্থী উত্তরপত্রে ওই ইউনিক কোড-টি লিখলে তবে খাতায় সই করবেন শিক্ষক। গাফিলতি মানা হবে না শিক্ষকদের তরফেও। তবে প্রশ্ন ফাঁস করে ধরা পড়লে শাস্তি কী হবে তা এখনও পরিষ্কার জানানো হয়নি শিক্ষা সংসদের পক্ষ থেকে।