ইতিমধ্যেই রাজ্যের ১৭ পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তারপরেও যেন হুঁশ ফিরছে না মালদহের মাধ্যমিক পরীক্ষার্থীদের। নতুন আর অভিনব পথে প্রশ্ন ফাঁসের চেষ্টা চালানোয় ফের তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পর্ষদ।
সোমবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। এদিনও পরীক্ষা শুরুর একঘণ্টার মধ্যে ইতিহাসের প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখা যায়। এদিনের প্রশ্ন যাতে কিউ আর কোড পরীক্ষা করে পর্ষদ ধরে ফেলতে না পারে তার জন্য এবার ছবি তুলে ব্লার করা হয় ওই কোডের অংশ। তবে পর্ষদের প্রযুক্তিতে সেই ব্লার মিটিয়ে সহজেই বুঝতে পারা যায় ফাঁস হওয়া প্রশ্নপত্র কোথাকার।
চাঞ্চল্যকরভাবে এদিনের ফাঁস হওয়া প্রশ্নও মালদহের, এমনটাই তদন্তে পায় পর্ষদ। এর আগে শনিবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর মালদহ থেকে কেন দুদিন ধরে প্রশ্ন ফাঁস হচ্ছিল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ওই জেলার ১৭ পরীক্ষার্থীর মাধ্যমিকের রেজিস্ট্রেশনই ইতিমধ্যে বাতিল করে দিয়েছে পর্ষদ। তারপরেও ইতিহাস পরীক্ষায় ফের প্রশ্ন ফাঁসের মত জঘন্য অপরাধের সঙ্গে নাম জড়ালো মালদহের। সোমবারের অপরাধে তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে পর্ষদ।