ভাঙড়ে পরে নরেন্দ্রপুর থানাকেও ভেঙে আনা হল কলকাতা পুলিশের অধীনে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

0
1

ভাঙড়ের পরে এবার নরেন্দ্রপুর থানাকেও ভাগ করে আনা হচ্ছে কলকাতা পুলিশের অধীনে। নরেন্দ্রপুরের স্কুলে শিক্ষকদের মারধরের ঘটনা নিয়ে তুমুল শোরগোলের মধ্যেই এবার নরেন্দ্রপুর থানাকে খেয়াদহ ও আটঘরা থানায় ভেঙে কলকাতা পুলিশের (Kolkata Police) অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে মন্ত্রিসভা (Cabinet) বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নরেন্দ্রপুরের খেয়াদহ ও আটঘরা এলাকাকে কলকাতা পুলিশের আওতায় আনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

নবান্ন সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অধীন খোয়াদহ ও আটঘরা দুটি নতুন তৈরি করা হয়েছে। এই ২টি থানাকে কলকাতা পুলিশের (Kolkata Police) আওতায় নিয়ে আসার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্রপুর থানাকে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে মন্ত্রিসভা সম্মতি দেওয়ার পরেই প্রস্তাব গৃহীত হয়। সূত্রের খবর, এই দুটি থানার জন্য বিভিন্ন পদে মোট ৩১৪টি পদ সৃষ্টি করা হচ্ছে। গত মাসেই কলকাতা পুলিশের অধীনে নতুন ডিভিশন হিসাবে আত্মপ্রকাশ করে ভাঙড় । ধনধান্য অডিটোরিয়াম থেকে তার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা খেয়াদহ-১ ও খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েত এলাকাকে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের অধীনে আনতে নির্দেশ দেন। তার পরিপ্রক্ষিতেই এই উদ্যোগ>