৪ বছরের শিশুপুত্রকে খু.ন করে আ.ত্মঘাতী মা! হা.ড়হিম ঘটনা নৈহাটিতে

0
2

নৈহাটিতে হাড় হিমকরা ঘটনা। নিজের ৪ বছরের শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী মা। মদ্যপ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে এমন চরম সিদ্ধান্ত। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নৈহাটিতে। পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লির ঘটনা।

জানা গিয়েছে, শুভঙ্কর অধিকারী ও তাঁর স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী ওরফে প্রিয়াঙ্কার প্রায়ই সাংসারিক অশান্তি চলত। নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী প্রিয়াঙ্কার উপর স্বামী শুভঙ্কর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত বলে অভিযোগ। যা রবিবার চরমে ওঠে। তখনই শুভঙ্করের স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী তাঁর ৪ বছরের ছোট ছেলে সৌমিক অধিকারীকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে। তারপর নিজেও আত্মঘাতী হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ। মা ও শিশুর নিথর দেহ উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

তদন্ত নেমে পুলিশ প্রাথমিকভাবে মনে করে শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী হয়েছেন মা। কিন্তু বিশ্বমিত্রা অধিকারী সত্যিই আত্মঘাতী হয়েছেন, না তাঁকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী শুভঙ্কর অধিকারীকে আটক করেছে পুলিশ।