বিধানসভায় চোখের পরীক্ষা বিধায়কদের, উদ্যোগী স্পিকার

0
4

গোটা রাজ্যের বিধায়করা অধিবেশন চলাকালীন বিধানসভায় এক জায়গায় হন। তাই তাঁদের সুবিধা অসুবিধা সংক্রান্ত যাবতীয় কাজ বিধানসভাতেই মিটিয়ে নেওয়া বিধায়কদের জন্য সুবিধাজনক। সেই কথা ভেবেই বিধানসভার বাজেট সেশনের প্রথম দিনই তাঁদের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘদিন ধরে বিভিন্ন বিধায়ক চোখের সমস্যার কথা জানাচ্ছিলেন স্পিকারকে। ব্যস্ততার জন্য তাঁরাও ভালো চোখের হাসপাতালে গিয়ে চোখ পরীক্ষা করাতে পারছিলেন না। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়ে যোগাযোগ করেন শঙ্কর নেত্রালয়ের সঙ্গে।

সেই মতো সোমবার শঙ্কর নেত্রালয়ের ডাক্তাররা বিধায়কদের চোখ পরীক্ষা করেন। দেখা যায় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, হুগলির চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই-কে। স্পিকার জানান এক জায়গায় চোখের পরীক্ষা হয়ে যাওয়া সুবিধাজনক। এরপর যাঁদের চশমার প্রয়োজন, নেত্রালয় থেকে তাঁদের পছন্দসই চশমার মাপ নিয়ে যায়। নির্দিষ্ট দিনে সবার চশমা ডেলিভারি হলে বিধায়করা পয়সা দিয়ে তা কিনে নেবেন।