হাইকোর্টে সিবিআইকে তুলোধনা করলেন আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তিপূর্ণ ধারাল সওয়ালেই কার্যত আটকে গেল সিবিআই তদন্ত। ডিভিশন বেঞ্চের ভূমিকাতেও সোমবার গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসএসসি নিয়োগ মামলায় এদিন চাকরি হারানোর পরে ফের চাকরি ফিরে পাওয়া প্রার্থীদের একাংশের হয়ে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনি স্পষ্টভাষায় জানিয়ে দেন, সিবিআইয়ের এই অবস্থানের আমরা তীব্র বিরোধিতা করছি। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল সোমবার। রীতিমতো উষ্মা প্রকাশ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতোই হুবহু আচরণ করছে ডিভিশন বেঞ্চ। পার্থক্য শুধু একটা জায়গাতেই, বিচারপতি গঙ্গোপাধ্যায় সময় বেঁধে দিয়ে গ্রেফতার করতে বলতেন। কিন্তু ডিভিশন বেঞ্চ সেটা বলছে না। সিঙ্গল বেঞ্চে মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং সিবিআই যা বলত,সেটাই শোনা হতো। এখানেও সেটাই হচ্ছে।
এদিন আদালত নির্দেশ দিয়েছে, যাঁরা নিজেদের ওএমআর শিট দেখতে চান তাঁদের মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে আইনজীবীর মাধ্যমে সিবিআইয়ের কাছে আবেদন করতে হবে। এস এস সি এবং সিবি আইয়ের নথি কেউ দেখতে চাইলে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে হবে। মামলার পরের শুনানি ১৯ ফেব্রুয়ারি।
আরও পড়ুন- উন্নয়ন নয় চক্রা.ন্তের রাজনীতি, নাটক করতেই দিল্লিতে ছুটেছে! শুভেন্দুকে তো.প কুণালের