‘গোওওলললল… ইসকা নাম হ্যায় মোহনবাগান’, ডার্বির পর ভাইরাল ছোট্ট বাগান সমর্থকের ভিডিও, মন কেড়েছে ইস্ট-মোহন দুই দলের সমর্থকদেরও

0
1

‘গোওওলললল… ইসকা নাম হ্যায় মোহনবাগান’ শনিবার আইএসএল-এর প্রথম ডার্বিতে পেত্রাতোসের গোলের পর এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেই ভিডিও প্রকাশ করেছে এদিন মোহনবাগানের পক্ষ থেকেও। মন কেড়েছে ইস্ট-মোহন দুই দলের সমর্থকদেরও।

আসলে ডার্বির পর রবিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক খুদে বাগান সমর্থকের এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে , ইস্টবেঙ্গলের কাছে যখন ২-১ গোলে পিছিয়ে সবুজ-মেরুন, তখন বিভিন্ন ঠাকুর দেবতাকে ডাকছেন ওই খুদে বাগান সমর্থক। আর পেত্রাতোস গোল করতেই, ‘গোওওলললল… ইসকা নাম হ্যাঁ মোহনবাগান’ এই বলে চিতকার করতে থাকে। আর তার দু’চোখে জল। ডার্বির পর এই ভিডিও ভাইরাল। যা মন কেড়েছে আপামোর ইস্ট-মোহন দুই দলের সমর্থকদের।

এদিন মোহনবাগানের তরফ থেকে এই ভিডিও পোস্ট করে লেখেন, “ এই উচ্ছ্বাস, উল্লাস এবং আনন্দ এই ছোট্ট রাজঋষির চোখে ভেসে উঠেছে। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব খেলাধুলার প্রতি তার আবেগ এবং ভালোবাসা ক্লাবের প্রতি ভালবাসার জন্য ছোট্ট মেরিনারকে স্যালুট জানায়।”

 

View this post on Instagram

 

A post shared by Mohun Bagan (@mohunbaganac)

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়েও খুশি নন রোহিত, কিন্তু কেন ?