লোকসভায় এই ৭ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কারা জেনে নিন

0
3

এখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তবে দেশের সরকার নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে প্রার্থী পদ নিয়ে। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে কে কোথায় দাঁড়াবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে শাসক দল তৃণমূলের প্রার্থী নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সকলেরই জানতে চান তাঁর কেন্দ্রে এবার কাকে প্রার্থী করবে ঘাসফুল শিবির। গতবারের সাংসদ কী প্রার্থী থাকবে নাকি বদলে যাবে সমীকরণ রাস্তা- ঘাটে, ট্রেনে-বাসে, পাড়ার মোড়ে, চায়ের দোকানে জোরদার আলোচনা শুরু হয়েছে। সেলিব্রিটি, অন্য কোনও পেশার মানুষ, সমাজ কর্মী নাকি পোড়খাওয়া কোনও রাজনীতিবিদকে এবার প্রার্থী হতে চলেছেন তাঁর কেন্দ্রে, তা জানতে উদগ্রীব আমজনতা।

প্রথম কিস্তিতে বিশ্ববাংলা সংবাদ রাজ্যের ৭টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম জানতে চলেছে পাঠকদের। এই ৭টি এমন কেন্দ্র যেখানে আসলে প্রার্থী পদ বদলের কোনও সম্ভাবনাই নেই রাজ্যের শাসক দলের তরফে। ফলে লোকসভা ভোট ঘোষণার আগেই এই ৭টি কেন্দ্রের প্রার্থীর নাম অনায়াসে বলে দেওয়া যায়।

এই ৭টি কেন্দ্রের প্রথমটি হল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার। যেখানে গত দু’বারের সাংসদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এবারও তিনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হচ্ছেন, সে ব্যাপারে কারও মনে কোনও সংশয় নেই।

দ্বিতীয় কেন্দ্রটি হল নদিয়ার কৃষ্ণনগর। এবারও এখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্র। তৃণমূল নেত্রী সম্প্রতি বিভিন্ন সভা থেকে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন কৃষ্ণনগরের প্রার্থী আবার মহুয়া। যেভাবে ভোটের কয়েক মাস আগে মহুয়ার বিরুদ্ধে চক্রান্ত করে সাংসদ পদ খারিজ করা হল, তার জবাব দিতেই এবার তৃণমূলের বাজি সেই মহুয়াই।

তৃতীয় কেন্দ্রটি বীরভূম, যেখানে ফের প্রার্থী হতে চলেছেন অভিনেত্রী – সাংসদ শতাব্দী রায়। এই কেন্দ্রে শতাব্দী জয়ের হ্যাটট্রিক করেছেন। এবারও তৃণমূলের অটোমেটিক চয়েজ শতাব্দী।

চতুর্থ কেন্দ্রটি উত্তর ২৪ পরগনার বারাসাত। এবার ফের কাকলী ঘোষ দস্তিদারের উপর ভরসা রাখতে চলেছে তৃণমূল। কাকলী লোকসভায় তৃণমূলের ডেপুটি লিডার। নিজের কেন্দ্রে যেমন ভালো কাজ করেছেন, একইভাবে অন্দরেও প্রভাব রয়েছে কাকলীদেবীর।

এই তালিকায় পঞ্চম কেন্দ্রটি হল উত্তর কলকাতা। এবারও এখানে লোকসভার লিডার বর্ষীয়ান সুদীপ বন্দোপাধ্যায়ের উপরই ভরসা রাখতে চলেছে তৃণমূল, তা বলার অপেক্ষা রাখে না।

ষষ্ঠ কেন্দ্রটি হল হুগলির শ্রীরামপুর। এবারও এখানে আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায় যে টিকিট পাবেন, তা একশো শতাংশ নিশ্চিত।

তালিকায় সপ্তম কেন্দ্রটি হল আসানসোলে। ২০১৯ সালে এই কেন্দ্র জিততে পারেনি তৃণমূল। বিজেপির টিকিটে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু তিনি দলত্যাগ করে বর্তমানে তৃণমূল সরকারের মন্ত্রী। আসানসোলে কেন্দ্রের উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে মাস্টার – স্ট্রোক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন লাখের বেশি ভোটে জিতেছিলেন শত্রুঘ্ন। এবারও এই চলচ্চিত্র তারকা তৃণমূলের প্রার্থী হতে চলেছেন, সে ব্যাপারে প্রায় সকলেই নিশ্চিত।