শহরে চলে এলেন লাল-হলুদের নতুন বিদেশি

0
1

শহরে চলে এলেন ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি ভিক্টর ভাজকোয়েজ। রবিবার মধ্যরাতে কলকাতায় পা রাখেন ভাজকোয়েজ। শহরে পা দিয়ে উচ্ছ্বসিত লাল-হলুদের নতুন বিদেশি। বিমানবন্দরে ভিক্টরকে স্বাগত জানাতে ছিল সমর্থকদের ভিড়।

রবিবার গভীর রাতে ভিক্টরকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন লাল-হলুদের কর্তারা। ভিক্টরের আগমনে যে লাল হলুদের ফরোয়ার্ড লাইন আরও শক্তিশালী হল, এমনটাই মনে করা হচ্ছে। স্পেনের খেলার সঙ্গে অতীতে বেলজিয়াম, আমেরিকাতেও খেলেছেন ভিক্টর । একটা সময় লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন তিনি। লা মাসিয়া অ্যাকাডেমিতে মেসি, ফাব্রেগাস, পিকে-দের সঙ্গে খেলেই উত্থান ভাজকোয়েজের। ২০০৮ সালে কিংবদন্তি পেপ গুয়ার্দিওলা তাঁকে বার্সেলোনার সিনিয়র দলে সুযোগ দিয়েছিলেন। এফসি রুবিন কাজানের বিরুদ্ধে প্রথম গোল করেছিলেন তিনি।

ইস্টবেঙ্গলে যোগ দিয়ে ভিক্টর বলেন, “ইস্টবেঙ্গলে যোগ দিয়ে আমি ভীষণ খুশি। কোচ কার্লেস ও সহকারী কোচ দিমাসের কাছে শুনেছি এখানে মানুষ ফুটবল নিয়ে কতটা আবেগপ্রবণ। এই ক্লাবে খেলতে পারব ভেবে রোমাঞ্চিত।”

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ, পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালো টিম ইন্ডিয়া