আকাশ পরিষ্কার হতেই হালকা শীত অনুভূত হতে শুরু করেছে। শুক্রবারের তুলনায় শনিবার ঠান্ডা বেশি টের পাওয়া গেলেও,এখনই ফের জাঁকিয়ে ঠান্ডার আশা আর দেখছেন না আবহাওয়াবিদরা । বরং আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।
হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আবার কয়েক ডিগ্রি কমতে পারে রাজ্যে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আগামী পাঁচ দিন মোটামুটি ভাবে শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের বেলায় শীতের আমেজ সেভাবে না মেলার সম্ভাবনাই বেশি। সোমবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। আজ রবিবার দিনের আকাশ ভোরের দিকে কুয়াশাঘেরা হলেও বেলায় রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ এবং ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।