দুবাইয়ের দৈত্যাকার বিল্ডিং-এ (Burj Khalifa) ভারতীয়দের মধ্যে প্রায় একচেটিয়া রাজত্ব ছিল বলিউড বাদশা শাহরুখ খানের। কিং খানের সিনেমা মুক্তি পাবে আর বুর্জ খলিফা তার সেলিব্রেশন করবে না এটা অসম্ভব। কিন্তু শাহরুখ ম্যাজিকে ডুব দেওয়া দুবাইয়ে এবার ফুটে উঠলো বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্তর (Jisshu Sengupta) মুখ! বঙ্গতনয়ের বিশ্ব কীর্তিতে গর্বিত বাংলা।

টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা যিশু সেনগুপ্ত এখন আর নিজেকে শুধুমাত্র বাংলা সিনেমার মধ্যে আটকে রাখেননি। বাংলা পেরিয়ে হিন্দি, তামিল সিনে জগতেও নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন। এবার তার মুখ ভেসে উঠলো বুর্জ খলিফা জুড়ে। প্রথম বাঙালি অভিনেতা হিসেবে সুপারস্টারের মুকুটে জুড়লো এই নয়া পালক।বুর্জ খালিফায় CCL অর্থাৎ সেলিব্রেটি ক্রিকেট লিগের দশম মরশুমের ঝলক উন্মোচিত হল। সেখানেই বেঙ্গল টাইগার টিমের অধিনায়ক হিসেবে পৌঁছে গিয়েছিলেন যিশু সেনগুপ্ত। বুর্জ খলিকায় সলমন, সোনু সুদ, সোহেল খান, আল্লু অর্জুনদের সঙ্গে যিশু সেনগুপ্তের মুখও ভেসে ওঠে। এটা সত্যিই এক অনন্য প্রাপ্তি বলছেন অভিনেতার অনুরাগীরা। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শারজাতে এই সেলিব্রেটি ক্রিকেট লিগ শুরু হতে চলেছে।







































































































































