দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন বিরাট , জানালেন কোহলির কাছের বন্ধু

0
3

দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট কোহলি-অনুষ্কা শর্মার ঘরে । এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বিরাটের কাছে বন্ধু তথা প্রাক্তন ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিলো দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন বিরাটপত্নী। কিন্তু সেই নিয়ে বিরাট বা অনুষ্কা কেউ কিছু বলেননি। আর এদিন যেন তারই সিলমোহর দিলেন এবি।

এদিন এক ইউটিউব ভিডিওতে বিরাটকে নিয়ে প্রশ্নের জবাব দেন ডি’ভিলিয়ার্স।সেখানে তিনি বলেন, ‘‘আমি যত দূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। বিরাট পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে। সেই কারণেই প্রথম দুই টেস্টে ও খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।” এরপরই এবি বলেন, “ আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি। অনুষ্কা দ্বিতীয় বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে নেই।”

আরও পড়ুন- ড্র আইএসএলের প্রথম ডার্বি