হাওড়ার দুই দাহ্যপদার্থের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল

0
1

শিল্পাঞ্চল হাওড়ার দুটি দাহ্য পদার্থের কারখানায় ভয়াবহ আগুন লাগে শনিবার সকালে। আমতায় একটি ধূপকাঠির কারখানায় সকাল ৯.৩০টা নাগাদ আগুন লাগে। আমতা-রাণিহাটি রোডের ওপর এই কারখানায় আগুন লাগায় রাস্তায় যান চলাচল আটকে যায় কিছুক্ষণের জন্য। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দুঘণ্টার চেষ্টায় খানিকটা নিয়ন্ত্রণে আসে আগুন। পকেট ফায়ার নিয়ন্ত্রণে তৎপরতা শুরু হয় দমকলের।

অন্য একটি বিধ্বংসী আগুন লাগে হাওড়ার ডোমজুড়ে। সেখানে থার্মোকল কারখানায় আগুনের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এলাকা ঘন বসতিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের সতর্ক করা হয়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।