ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ শুভমন, কড়া বার্তা শাস্ত্রীর

0
1

গতকাল থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে ২৫৩ রান করল ইংল্যান্ড। ১৪৩ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ভারত করে ৩৯৬ রান করে টিম ইন্ডিয়া। সৌজন্যে যশস্বী জসওয়াল। একাই করেন ২০৯ রান। যশস্বী রান পেলেও, রান পাননি রোহিত শর্মা-শুভমন গিল।

প্রথম টেস্টের মতন দ্বিতীয় টেস্টেও রান পাননি শুভমন। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩৪ রান করেন তিনি। আর এরপরই বইছে সমালোচনার ঝড় । শুভমনের ইনিংস নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, সতর্ক না হলে তাঁকে ছেঁটে চেতেশ্বর পূজারাকে দলে ফেরানোর সম্ভাবনা প্রবল। এই নিয়ে শাস্ত্রী বলেন, “মানলাম এই দলে একাধিক তরুণ ক্রিকেটার রয়েছে। ওরা যে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট খেলার যোগ্য সেটা প্রমাণ করার জন্য সময় দিতে হবে। তবে তাই বলে খুব বেশি সময় কিন্তু দেওয়া যাবে না। শুভমানকেও সেটা মেনে নিতে হবে। মনে রাখতে হবে চেতেশ্বর পূজারা কিন্তু অপেক্ষা করছে। ও রঞ্জিট্রফিতে ভালো ফর্মে রয়েছে।”

পূজারা, অজিঙ্কে রাহানের মতো সিনিয়রকে ছেঁটে শুভমানকে সুযোগ দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু লাল বলের ক্রিকেটে নিজের নামের প্রতি তিনি সুবিচার করতে বারবার ব্যর্থ হচ্ছেন। সাদা বলের ক্রিকেটে দারুণ সফল শুভমানের টেস্ট পারফরম্যান্স কিন্তু টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে।

আরও পড়ুন- আজ মহা ডার্বি, শেষ মুহূর্তে টিকিট বিক্রি নিয়ে চরম বিভ্রান্তি