আজ মাধ্যমিকের দ্বিতীয় দিন, কিছুক্ষণে শুরু ইংরেজি পরীক্ষা

0
1

রাজ্যজুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। এবছর ৯ লক্ষ ২৩ হাজার ১৩ জন পরীক্ষা দিচ্ছেন। শুক্রবার থেকে শুরু হয়েছে এই পরীক্ষায় যা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন বাংলা ভাষার পরীক্ষা হওয়ার পর আজ দ্বিতীয় দিন ইংরেজি (English Exam) ভাষার পরীক্ষা হবে। প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এড়িয়ে আজ নির্বিঘ্নে পরীক্ষা নিতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম দিন মালদহের একটি স্কুল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে বাজেয়াপ্ত হয়েছে দু’টি মোবাইল। এ ছাড়া পুরুলিয়া জেলার একটি পরীক্ষাকেন্দ্র থেকে এক পরীক্ষার্থীর স্মার্টওয়াচ বাজেয়াপ্ত করেছে পুলিশ।