এমএলএ হস্টেলে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য!

0
1

এবার কলকাতার এমএলএ হস্টেলে এক নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কিড স্ট্রিটে বিধায়কদের হস্টেলে।পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে হস্টেলের একতলা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পার্কস্ট্রিট থানা এবং লালবাজার হোমিসাইড শাখার গোয়েন্দারা। সকাল ১১ টা নাগাদ গঠনস্থলে পৌঁছন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এমএলএ হস্টেলের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই নিরাপত্তারক্ষীর। মৃত ব্যক্তি পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীবলোচন সোরেনের দেহরক্ষী। পুলিশের প্রাথমিক অনুমান, হস্টেলের চারতলা থেকে কোনও ভাবে পড়ে গিয়ে থাকতে পারেন ওই দেহরক্ষী অথবা আত্মহত্যাও করতে পারেন। নিহতর নাম জয়দেব ঘোড়ুই। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।