শুধু অমানবিক বললে কম বলা হবে, নিরাপত্তার নামে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীরা যেটা করলেন তা এক কথায় নিষ্ঠুরতা। হুইলচেয়ারে বসা বিশেষভাবে সক্ষম এক যুবতীকে উঠে দাঁড়াতে বললেন তাঁরা। এবং এরজন্য রীতিমতো জোরাজুরিও করলেন নিরাপত্তা কর্মী। এক্স হ্যাণ্ডেলে নিজের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখেছেন আরুশী সিং নামে ওই যুবতী। তাঁর অভিযোগ, শারীরিক অসুবিধের কথা জানানো সত্ত্বেও বিমানবন্দরের এক কর্মী প্রথমে উঠে দাঁড়াতে বলেন। এখানেই শেষ নয় নিষ্ঠুরতার। দু’পা হাঁটতেও বলা হয় তাঁকে। একবার নয়, পরপর তিনবার। প্রশ্ন, উঠেছে, কেন্দ্রের আওতাধীন একটা আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবে একজন বিশেষভাবে সক্ষম মহিলার সঙ্গে এমন অমানবিক আচরণ করার পরেও নিশ্চুপ কেন কর্তৃপক্ষ। নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।
আরও পড়ুন- নাটকের ভর্তুকিতে কেন্দ্রের কোপ! ত্রয়োবিংশ নাট্যমেলার উদ্বোধনে সরব ব্রাত্য




































































































































