তাজমহলে শাহজাহানের মৃত্যুবার্ষিকী পালনে আপত্তি, আদালতে হিন্দু মহাসভা

0
1

শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছর তাজমহলে পালিত হয় ‘উরস’ অনুষ্ঠান। এই উপলক্ষ্যে তিন দিন বিনা খরচায় সাধারণের জন্য খুলে দেওয়া হয় তাজমহলের দরজা। এই অনুষ্ঠানেই এবার নিষেধাজ্ঞার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হল অখিল ভারত হিন্দু মহাসভা। এই অনুষ্ঠান বন্ধ করার দাবি জানিয়ে শনিবার আগ্রার সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছে হিন্দু সংগঠনটি। আগামী ৪ মার্চ এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে আদালতের তরফে।

উল্লেখ্য, ‘উরস’ প্রধানত কোনও সুফি সাধক বা পিরের প্রয়াণ দিবসে তাঁর দরগায় আয়োজিত হয়ে থাকে। আদালতে হিন্দু সংগঠনের দাবি, এএসআই-এর আওতায় থাকা কোনও সৌধে এই ধরনের কোনও ধর্মীয় অনুষ্ঠান পালন করা যায় না। তাই তাজমহলের মধ্যে শাহজাহানের ‘উরস’ পালন করা আইন বিরুদ্ধ। এপ্রসঙ্গে হিন্দু সংগঠনের জাতীয় মুখপাত্র সঞ্জয় জাট জানান, তিনি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই)-এর থেকে তথ্যের অধিকার (আরটিআই) এর অধীনে জানতে চেয়েছিলেন যে, ‘উরস’ উদযাপনের জন্য কোনও অনুমতি রয়েছে কি না। যদি অনুমতি থাকে, তবে সেটা কে দিয়েছে, মোগলরা, ব্রিটিশ সরকার, নাকি ভারত সরকার? তিনি আরও জানান, এএসআই জবাবে জানিয়েছিল যে ‘উরস’ আয়োজক কমিটিকে এমন কোনও অনুমতি দেওয়া হয়নি। এরপরই এই অনুষ্ঠান বন্ধের দাবিতে আদালতের দ্বারস্থ হয় ওই হিন্দু সংগঠন।

চলতি বছর ৬ থেকে ৮ ফেব্রুয়ারি তাজমহলের ভিতরে ‘উরস’ অনুষ্ঠান পালনের কথা রয়েছে। তার আগে এই মামলা প্রসঙ্গে উরস রীতির আয়োজককারী কমিটির চেয়ারম্যান সইদ ইব্রাহিম জাইদি বলেন, “আগেও ASI এই ইভেন্টের জন্য আমাদের অনুমতি দিয়েছিল, এ বছরও অনুমতি দিয়েছে। মাত্র দু’দিন আগেই ASI অফিসে একটি বৈঠক হয়। সেখানে উরসের জন্য যাবতীয় বন্দোবস্ত নিয়ে আয়োজন সংক্রান্ত আলোচনা হয়েছে।” তাঁর সংযোজন, “শতাব্দীর পর শতাব্দী ধরে তাজমহলে মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যুবার্ষিকীতে উরস রীতি পালিত হয়ে আসছে। অতএব এর জন্য অনুমতি নেই এ কথা বোগাস। ব্রিটিশরা এবং ভারত সরকার এই অনুতি দিয়ে এসেছে বরাবর।”