বারাণসী IIT-তে ছাত্রের দেহ উদ্ধার, দেড়মাসে চার অস্বাভাবিক মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানে

0
2

বারাণসী IIT-র হস্টেলে উদ্ধার ফাইনাল ইয়ারের পড়ুয়ার দেহ। মানসিক অবসাদে আত্মঘাতী বলে দাবি বারাণসী পুলিশের। এই নিয়ে ডিসেম্বরের মধ্যভাগ থেকে এ পর্যন্ত চারজন পড়ুয়া আত্মঘাতী হলেন দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। প্রতি ক্ষেত্রেই মানসিক অবসাদের তত্ত্বই সামনে এসেছে। যা নিয়ে উদ্বিগ্ন খোদ দেশের বিচার ব্যবস্থাও।

বুধবার রাতে বারাণসী IIT-র হস্টেলে নিজের ঘরেই ছিল উৎকর্ষ রাজ(২৩) নামে ফাইনাল ইয়ারের আর্কিটেকচারের ওই পড়ুয়া। তাঁর বাবা বারাণসী IIT-তেই সেকশন অফিসার পদে কর্মরত। কিন্তু বুধবার বারবার পরিবারের তরফে যোগাযোগ করেও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। শেষে হস্টেলের তাঁর দরজা ভেঙে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে পুলিশ।

পুলিশ জানিয়েছে উৎকর্ষ আগে থেকেই মানসিক অবসাদের জন্য চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তবে ফাইনাল ইয়ারে এসে উৎকর্ষের আত্মঘাতী হওয়ার ঘটনা ভাবাচ্ছে দেশের বেকারত্বের হার বৃদ্ধি ও উচ্চশিক্ষার সুযোগ কমে যাওয়া নিয়ে। অন্য IITগুলিতে আত্মহত্যার ঘটনার ক্ষেত্রেও দেখা গিয়েছে তিনজনের মধ্যে দুজন গবেষণারত পড়ুয়া আত্মহত্যার দিকে গিয়েছে।