ফের ইডির নোটিশ শাহজাহানকে, চলতি সপ্তাহেই তলব! 

0
1

রেশন মামলায় ফের শেখ শাহজাহানকে (Sheikh Shahzahan) হাজিরা দেওয়ার নোটিশ পাঠালো কেন্দ্রীয় এজেন্সি। এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে তলব করা হলো। শনিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED ) তরফে মেইল মারফত শেখ শাহজাহানকে চলতি সপ্তাহে যে কোনও দিনে সকালে ১১ টার মধ্যে ইডি দফতরে আসতে বলা হয়েছে।

সন্দেশখালিতে ED আক্রান্ত হওয়ার পর থেকেই শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্তের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন করেছেন আগেই। আজও সেই মামলার একটি শুনানি রয়েছে। তার মাঝেই এদিন সকালে নোটিশ পাঠালেন কেন্দ্রীয় গোয়েন্দারা।