নিজাম প্যালেসের ১৪ তলায় সিবিআই দফতরে নিরাপত্তায় থাকা পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু!

0
4

নিজাম প্যালেসে কর্তব্যরত এক পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল।তিনি শৌচাগারে পড়েছিলেন।গুরুতর অসুস্থ অবস্থায় ওই পুলিশকর্মীকে দ্রুত হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মীর আজাদ আলি।তিনি কলকাতা পুলিশের প্রথম ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।বৃহস্পতিবার নিজাম প্যালেসের ১৪ তলায় সিবিআই দফতরে তার ডিউটি ছিল।সিবিআই দফতরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে।
নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সিবিআই দফতরের শৌচাগারে ওই পুলিশকর্মীকে গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আচমকা এই দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়ায় দফতরে। পুলিশই ওই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আসলে রাজ্যের একাধিক নিয়োগ মামলার তদন্ত করছে সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশে চলছে তদন্ত। নিজাম প্যালেসে সিবিআই দফতরে সেই তদন্তের জন্য একাধিক ব্যক্তিকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, তথ্যপ্রমাণ সেখানে থাকায়, সিবিআই দফতরের নিরাপত্তাও আঁটসাট। সেখানেই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর আচমকা মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান, শারীরিক অসুস্থতার কারণেই ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।