আজ রিয়াধে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি এবং আল নাসের, এই ম্যাচ ঘিরে উত্তেজনায় তুঙ্গে ফুটবলপ্রেমীদের মধ্যে। কারণ একদিকে যেমন মায়ামিতে লিওনেল মেসি , অন্যদিকে আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দ্বৈরথ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন বিশ্বের প্রতিটি ফুটবলপ্রেমী। তবে তা শেষ পর্যন্ত হচ্ছে না। কারণ এই ম্যাচে নামবেন না রোনাল্ডো । চোটের কারণে এই ম্যাচে খেলবেন না সিআরসেভেন।
এই নিয়ে আল নাসেরের কোচ লুইস ক্রাস্তো জানিয়েছেন, মেসি বনাম রোনাল্ডোর দ্বৈরথ হচ্ছে না। কারণ, চোটের কারণে পর্তুগিজ তারকা এই ম্যাচে খেলবেন না।তিনি বলেন, “ মেসি এবং রোনাল্ডোর দ্বৈরথ হচ্ছে না। রোনাল্ডোর চোট রয়েছে। রিহ্যাব করছে। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যেই দলের সঙ্গে অনুশীলনে নামতে পারবে। এই ম্যাচে ও খেলবে না।” এই ম্যাচে যে খেলবেন না রোনাল্ডো , সি নিয়ে স্বয়ং মুখ খুলেছেন রোনাল্ডো নিজেই। এই নিয়ে ক্রিশ্চিয়ানো বলেন, “‘আমি সত্যি দুঃখিত। জানি, আপনারাও দুঃখ পাচ্ছেন। আমরা ম্যাচটিকে বাতিল করিনি। আশা করি, একজন ফুটবলারের পরিস্থিতি বুঝতে পারবেন।”
জানা যাচ্ছে, এই ম্যাচের টিকিটের দাম ১১ হাজার মার্কিন ডলারের বেশি উঠেছিল। কিন্তু রোনাল্ডো না খেলায় সব আশায় জল ঢেলে দিয়েছে।মন ভেঙেছে ফুটবলপ্রেমীদের।
আরও পড়ুন- অন্তর্বতী বাজেটে অর্থমন্ত্রীর মুখে উঠে এল প্রজ্ঞানন্দের নাম, প্রশংসা দেশের ক্রীড়াবিদদের