উত্তরের জেলায় জনসংযোগ এবং প্রশাসনিক সভার পর এবার চলতি মাসের বাঁকুড়া-পুরুলিয়ার কর্মসূচি বাতিল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM) । মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক করবেন। শান্তিপুরে বৈঠক (Administrative Meeting in Santipur) সেরে বিকেলে তাঁর কলকাতায় ফিরে আসার কথা। আগামিকাল রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্নাতেও বসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
কোচবিহার থেকে দিনাজপুর, মালদহ থেকে মুর্শিদাবাদ – গত চার দিনে জনসংযোগ পদযাত্রা এবং প্রশাসনিক সভার পর আজ নদিয়াতে সভা সেরে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু বোর্ডের পরীক্ষা আরম্ভ হচ্ছে সেই কারণে সতর্ক মুখ্যমন্ত্রী। বুধবার মুর্শিদাবাদে পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘পরীক্ষা চলাকালীন কাউকে বিরক্ত করব না। তাই ৬-৭ তারিখে আমার বাঁকুড়া এবং পুরুলিয়ার কর্মসূচি বাতিল করলাম। আগামিকাল শান্তিপুর স্টেডিয়াম হয়ে চলে যাব।’’ সেই মতো আজ সরাসরি প্রশাসনিক সভা সেরে নবান্নে ফিরবেন মুখ্যমন্ত্রী।