মানুষের ভোটে জিতবে মহুয়াই: প্রাক্তন সাংসদকে পাশে নিয়ে ঘোষণা মমতার

0
2

মহুয়া মৈত্রকে নিয়ে দলের অবস্থানের যে কোনও পরিবর্তন হয়নি, সেটা বৃহস্পতিবার ফের বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।সাংসদ পদ হারালেও সেই মহুয়া মৈত্রর পাশে এবার দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নদিয়া জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মহুয়ার প্রসঙ্গ তোলেন মমতা।তিনি বলেন, মহুয়াকে জোর করে তাড়িয়ে দিয়েছে। কারণ মহুয়া মানুষের কথা বলে। আমার বিশ্বাস মহুয়া মানুষের ভোটে জিতে আরও ভাল করে জিতে আসবে। অর্থাৎ মমতার কথা থেকে স্পষ্ট, কৃষ্ণনগর কেন্দ্র থেকে ফের প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্রই।

এদিন মমতা বলেন, রাণাঘাটে একজনকে আপনারা জেতালেন। সে কী করে বেড়াচ্ছে, আপনারা জানেন। আশা করি রাণাঘাটে সমর্থন পাব এবার। ভোটে জিততে সবাইকে গ্রেফতার করছে। মমতার চ্যালেঞ্জ, আমাকেও যদি জেলে ভরেন। আমি জেল ফুটো হয়ে বেরিয়ে আসব। ভোটে জিততে সবাইকে জেলে পুড়ছেন। আর নিজেরা সব সাধু। চোরেদের জমিদার, জোতদার। চোরের মায়ের বড় গলা। শূন্য কলসি বাজে বেশি। আজ ক্ষমতায় আছেন, এজেন্সি নিয়ে ঘুরছেন। যেদিন থাকবেন না, সেদিন কী হবে?

বিরোধীদের জোট নিয়েও মমতার বার্তা, আমরা দিল্লি দখল করব। বাংলাই পথ দেখাবে। আমরা জোট চেয়েছিলাম। কংগ্রেস আর সিপিএম জোট করেছে। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না। আমি মা মাটি মানুষ করি। আমরা একাই লড়ব।