জমি দুর্নীতি মামলায় একদিনের জেল হেফাজতে হেমন্ত সোরেন

0
1

৬০০ কোটি টাকার জমি দুর্নীতি মামলায় জোরকদমে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। যদিও তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। এমনকী তিনি যে যড়যন্ত্রের শিকার তাও বলেছেন। এদিকে বৃহস্পতিবার পেশ হল কেন্দ্রীয় বাজেট। তার আগেই হেমন্তকে ইডি হেফাজতে নেওয়ায় রাজ্য-রাজনীতির আঙিনায় নতুন করে ঝড় উঠেছিল।বৃহস্পতিবারই তাকে আদালতে পেশ করা হয়।

রাঁচীর বিশেষ আদালতে বৃহস্পতিবার সকালে হেমন্তকে হাজির করায় ইডি। তাঁকে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। আদালত সে বিষয়ে কোনও নির্দেশ দেয়নি। শুধু জানিয়েছে, বৃহস্পতিবার জেল হেফাজতে রাখা হোক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।আদালত তাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।ফলে আজ রাতটা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলেই কাটাতে হবে।

বিরোধীদের অভিযোগ, রাজনীতির লড়াইয়ে পেরে না উঠেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে হাতিয়ার করছে কেন্দ্রের বিজেপি সরকার। বাংলা থেকে দিল্লি, ঝাড়খণ্ড সবই একই ছবি। এদিকে লোকসভা ভোটের আগে বিরোধীরা প্রথম যখন একজোট হয়েছিল তখন প্রধান ইস্যু ছিল এই কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিরোধিতা করা। তাঁদের স্পষ্ট অভিযোগ, ভারতের বর্তমান রাজনীতির আঙিনায় তথাকথিত প্রতিটা বিরোধী রাজনৈতিক দলের কোনও না কোনও নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। অভিযোগ উঠেছে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে। হেমন্তকে ইডি হেফাজতে নেওয়ায় ভোটমুখী দেশে বিরোধীরা অক্সিজেন হিসাবে কাজে লাগাতে পারে কি না সেটাই দেখার।

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন তাঁর গ্রেফতারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। বৃহস্পতিবার সকালে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল ও অভিষেক মনু সিংভি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এর নেতৃত্বে একটি বেঞ্চের সামনে বিষয়টি উল্লেখ করেন, বেঞ্চ শুক্রবার শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে।