ভোটের আগে ঝাড়খন্ডে (Jharkhand) বিজেপির নোংরা রাজনীতি, প্রতিহিংসার জেরে গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন Hemant Soren)। ৪৮ ঘণ্টা ধরে ইডির (ED) নানা নাটকের পর বুধবার হেমন্তকে ম্যারাথন জেরা করা হয়। এরপরই তিনি রাজভবনে গিয়ে ইস্তফা দেন এবং ইডি (ED) তাঁকে হেফাজতে নেয়। আজই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আদালতে পেশ করা হবে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে। গোটা ঘটনার প্রতিবাদে ঝাড়খন্ড জুড়ে বৃহস্পতিবার বনধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন।



সামনে লোকসভা নির্বাচন, এবার জয় যে সহজ হবে না তা বুঝতে পেরেই প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে পদ্ম শিবিরে (BJP) । বিহারে বিধায়ক কেনাবেচা করে ক্ষমতা দখলের পরেই ইডি সমন পাঠায় লালু প্রসাদকে। তার আগে তেজস্বীকে টানা ৯ ঘণ্টা জেরা করা হয়। অপারেশন হেমন্ত শুরু হওয়ার পরেই ফের সমন যায় রাবড়ি এবং দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে। ইডির দাবি জমি দুর্নীতি এবং আর্থিক তছরূপ মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন চম্পাই সোরেন। গ্রেফতারির পর রাঁচি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন হেমন্ত। রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে ভোটের আগে বিজেপির নোংরা রাজনীতি দেশের মানুষের কাছে স্পষ্ট হচ্ছে বলেই, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।







































































































































