দেশের অন্যতম খ্যাতনামা সুরকারদের কথা উঠলেই চোখ বন্ধ করে সকলে এ আর রহমানের (A R Rahman) কথা বলবেন। অস্কারজয়ী সংগীত পরিচালকের (Oscar winner Music Director) সঙ্গে দেশ-বিদেশের সকলেই কাজ করতে চান। আন্তর্জাতিক স্তরে কোন অনুষ্ঠান হলে বিনোদন জগতে প্লেব্যাক গায়ক, গায়িকাদের সঙ্গে কনসার্ট করতে দেখা যায় রহমানকে। তা সত্ত্বেও একটি সিনেমার গানের রেকর্ডিং এর জন্য জীবিত শিল্পীদের ছেড়ে দিয়ে প্রয়াত শিল্পীদের নিয়ে গান রেকর্ড করলেন রহমান (A R Rahman)! বিষয়টা শুনতে একটু অবাক করার মত হলেও এটাই সত্যি।

চলতি মাসের মুক্তি পেতে চলেছে দক্ষিণী মেগাতারকা রজনীকান্তের পরবর্তী ছবি ‘লাল সালাম’। মেয়ে ঐশ্বর্যের পরিচালনায় এই ছবিতে কাজ করেছেন সুপারস্টার থালাইভা। সংগীত পরিচালনার দায়িত্বে এ আর রহমান। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘লাল সালাম’ ছবির গান ‘থিমিরি ইয়েজ়ুদা’। তবে অবাক করার বিষয় হল এই গানের প্লেব্যাক সিঙ্গাররা কেউ আর জীবিত নেই। দুই প্রয়াত শিল্পী বাম্বা বাক্য ও শাহুল হামিদকে দিয়েই গান গাইয়েছেন সুরকার। ২০২২ সালে প্রয়াত হন বাম্বা বাক্য। ২৭ বছর আগে ১৯৯৭ সালে প্রয়াত হন শাহুল হামিদ। দুই তামিল সঙ্গীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন রহমান। তিনি জানিয়েছেন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন। প্রয়াত দুই গায়কের পরিবারের কাছ থেকে অনুমতি নিয়েই এই কাজ করেছেন। তারপর বাকি কাজটা করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)।রহমানের এই সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত তাঁর অনুরাগীরা। কিন্তু যাঁদের কন্ঠ ব্যবহার করেছেন সুরকার তাঁদের পরিবারকে যথার্থ পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে জানা গেছে।







































































































































