জোট নিয়ে তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্তই চূড়ান্ত: দিল্লিতে দলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

0
1

জোট নিয়ে তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্তই চূড়ান্ত- বৃহস্পতিবার দিল্লি সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লিতে রয়েছেন অভিষেক। সেখানেই এই অবস্থান তুলে ধরেছেন ডায়মন্ডহারবারের সাংসদ।

লোকসভা নির্বাচনে বাংলায় একা লড়বে তৃণমূল। কংগ্রেসের সঙ্গে জোটে আর কোনও সম্ভাবনা নেই। এদিন, ফের জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলনেত্রীর সুরে সুর মিলিয়ে এদিন দিল্লিতে সংসদের বাজেট অধিবেশনে যোগ দিয়ে একই অবস্থান তুলে ধরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে গিয়ে অভিষেক বলেন, “এই বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আমাদের অবস্থান জানিয়ে দিয়েছেন৷ তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্তই দলের চূড়ান্ত সিদ্ধান্ত৷”

অর্থাৎ বাংলায় যে জোট সম্ভাবনা আর কোনওভাবেই অবশিষ্ট নেই তা এদিন দিল্লিতেও স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতি ৬তারিখ দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে নিয়ে কী বার্তা দেন- সেটাই দেখার।