লাদাখের মাটিতে সশস্ত্র চিনা সেনা, খালি হাতেই রুখে দাঁড়ালেন ভারতীয় মেষপালকরা!

0
3

সশস্ত্র চিনা সেনাবাহিনীর (PLA) লাল চক্ষুকে অগ্রাহ্য করে লাদাখে ভারতীয় মেষপালকদের ক্ষমতা দেখলো নেট দুনিয়া। পিছু হটতে বাধ্য হল জিনপিংয়ের দেশ। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) চিনা সেনাদের ঘৃণ্য কার্যকলাপ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। চুক্তি ভঙ্গ করে তাঁরা যেভাবে ভারতের ওপর ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে তা ভাল চোখে দেখছে না নয়া দিল্লি। এর মাঝেই লাদাখে সশস্ত্র চিনা বাহিনীর চোখে চোখ রেখে নিজেদের অধিকার বুঝে নিল নিরস্ত্র ভারতীয় মেষপালকরা। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

ফের একবার ভারতীয় ভূখণ্ডে অস্ত্র নিয়ে চিনা সেনাদের দাপাদাপি শুরু হয়েছে। লেহ-লাদাখের দুর্গম পাহাড়ি এলাকায় চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA) মেষপালকদের বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা। ভারতীয়রা নিরস্ত্র থাকলেও তাঁরা সরাসরি চিনা সেনাদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। দুপক্ষের সংঘর্ষের ভিডিও এখন নেট দুনিয়ায় ছয়লাপ। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। চুশুলের কাউন্সেলর কনচোক স্ট্যানজিন দুই পক্ষের সংঘর্ষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে চীনা সেনারা স্থানীয় রাখালদের বাধা দেয়ার চেষ্টা করলেও নিরস্ত্র পশুপালকরা যথেষ্ট সাহসের সঙ্গে পিএলএ-র পদক্ষেপের বিরোধিতা করেছেন। সূত্রের খবর, ভিডিওটি এখন ভাইরাল হলেও এটা আসলে জানুয়ারির প্রথম সপ্তাহের কোনও এক সময়ের ঘটনা। গৃহপালিত পশুদের চারণভূমিতে নিয়ে যাওয়া নিয়ে চিনা সেনা এবং পূর্ব লাদাখের স্থানীয় মেষপালকদের মধ্যে বিরোধ থেকেই গোটা বিষয়টি সংঘর্ষের পর্যায়ে পৌঁছে যায়। ভিডিওতে চিনা সেনাদের সাঁজোয়া গাড়িও দেখা যায়।