আজ মালদহে পদযাত্রা, মুর্শিদাবাদে প্রশাসনিক সভা মমতার

0
1

উত্তরবঙ্গ সফরে কোচবিহার , দুই দিনাজপুরে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গন্তব্য মালদহ ও মুর্শিদাবাদ (Maldah & Murshidabad)। মঙ্গলবার রাতেই বালুরঘাটে পৌঁছে যান তিনি। সেখানেই রাত্রিবাস করেছেন। আজ মালদহে পদযাত্রা এবং সভা করার পর মুর্শিদাবাদেও প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দুই জেলার সরকারি সভা বেশ উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহল। সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি লোকসভা ভোটের প্রাক্কালে কংগ্রেসকে নিয়ে কী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর থাকবে। একই দিনে মালদহ জেলায় ২ হেভি ওয়েট নেতৃত্বের উপস্থিতিতে টানটান উত্তেজনা থাকছে। এদিন সকালেই বিহারের কাটিহার থেকে মালদহে ন্যায় যাত্রা নিয়ে পৌঁছবেন রাহুল গান্ধী। দুপুর পর্যন্ত উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরবেন রাহুল। আর বিকেলে পৌঁছবেন মালদহ শহরে।