বহরমপুর থেকে কৃষ্ণনগর রওনা দেওয়ার আগে বহরমপুরের রাস্তায় প্রায় এক কিলোমিটার পায়ে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত অধীর গড় হিসাবে পরিচিত বহরমপুর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় বিপুল জনজোয়ারের মধ্যে দিয়ে হেঁটে হেলিকপ্টারে উঠলেন তিনি। তাঁর সঙ্গে হাঁটলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ রায় ও মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্ব।

বুধবার বহরমপুর স্টেডিয়ামে ইন্ডোর প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সভা শেষেই ওয়াই এম এ থেকে ব্যারাক স্কোয়্যার পর্যন্ত পদযাত্রা করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের নেতা মন্ত্রী ছাড়াও হাঁটেন মুর্শিদাবাদের মানুষ। স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা শেষে সেই সভায় যোগ দেওয়া সাধারণ মানুষও মুখ্যমন্ত্রীর পিছনে পায়ে পা মেলান। মুখ্যমন্ত্রীও রাস্তার পাশে অপেক্ষারত মানুষের সঙ্গে জনসংযোগ সারেন কখনও হাত নেড়ে, কখনও প্রণাম জানিয়ে।

পথের দুধারে তাঁকে দেখে সাধারণ মানুষ ‘বিজেপি হঠাও, দেশ বাঁচাও’ স্লোগান তোলেন। উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতও বহরমপুর শহরে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় সাধারণ মানুষের আবেগ আর ভালোবাসার জমায়েত চোখে পড়ে। সেই টানেই অনেক যুবক যুবতীকে ব্যারাক স্কোয়্যার মাঠ দিয়ে মিছিলের সঙ্গে ছুটতেও দেখা যায়।






































































































































