রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর থেকে সাসপেনশন তুলে নিলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান
বন্দ্যোপাধ্যায়। ফলে আসন্ন বাজেট অধিবেশনে যোগদানের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না বিরোধী দলনেতার।
বুধবার সংবাদ মাধ্যমকে নিজেই একথা জানান স্পিকার। তাঁর কথায়,“বিরোধী দলনেতার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, চাইলে তিনি অধিবেশনে যোগ দিতে পারেন।”
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা। নিয়মমাফিক রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়।
গত বছর নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে অশালীন আচরণের জন্য শুভেন্দুকে সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার শীতকালীন অধিবেশনে অসংসদীয় আচরণের অভিযোগ এনে তৃণমূল পরিষদীয় দলের তরফে উপমুখ্যসচেতক তাপস রায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার প্রস্তাব এনেছিলেন। স্পিকার সেই প্রস্তাব গ্রহণ করে তাতে মান্যতা দেওয়ায় সাসপেন্ড হন শুভেন্দু। বাজেট অধিবেশন শুরুর আগে সেই সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।






































































































































