শীর্ষ আদালতে আজ প্রাথমিক নিয়োগ মামলার শুনানি!

0
1

সুপ্রিম কোর্টে (Supreme Court) আজ প্রাথমিকের ৩ হাজার ৯২৯টি বকেয়া পদে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৬ হাজার ৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কথা থাকলেও তা সম্পূর্ণ হয়নি বলেই চাকরিপ্রার্থীদের অভিযোগ। ৩ হাজার ৯২৯টি পথ খালি রয়েছে বলে চাকরিপ্রার্থীরা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন।

প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান বকেয়া ওই শূন্যপদ ২০১৪ সালের টেট উত্তীর্ণদের দিয়েই পূরণ করতে হবে। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান ২০১৭ সালের টেট উত্তীর্ণদের একাংশ। তাঁদের বক্তব্য, ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ওই নিয়োগ প্রক্রিয়ার প্যানেলের মেয়াদও শেষ। এই অবস্থায় মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কোনও ভাবেই নতুন করে নিয়োগ করা যায় না। তাঁরাই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন। আজ বেলা সাড়ে ১১টা নাগাদ বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হবে।