বাংলার মানুষকে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে দুয়ারে সরকার (Duyare Sarkar) কর্মসূচি চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই কর্মসূচির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার, মানবিক ভাতা, বার্ধক্য ভাতা সহ একগুচ্ছ পরিষেবা প্রদান করা হয়। কিন্তু বিগত কয়েক মাসে পরিষেবার সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ। এবার কড়া সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। আগামী ৩১ জানুয়ারির মধ্যে দুয়ারে সরকারে ১০০ শতাংশ পরিষেবা দেওয়ার জন্য ‘ডেডলাইন’ বেঁধে দেওয়া হল।
নবান্নের তরফে জেলা ও মহাকুমা শাসকদের কাছে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মানবিক মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্প একেবারে বাড়ির দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই কর্মসূচির দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁরা সময় মতো তথ্য জমা দিতে না পারার কারণে পরিষেবা প্রদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। এমনকি সরাসরি মুখ্যমন্ত্রীতে (Sorasori Mukhyomontri) এই নিয়ে অনেক ফোন করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাই অবিলম্বে সমস্যা সমাধানের জন্য এবার ডেডলাইন বেঁধে দিল রাজ্য সরকার।