জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য ভারতীয় নৌবাহিনীর, উদ্ধার ১৯ পাক নাগরিক!

0
1

আরব সাগরে (Arabian Sea) সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুদের বিরুদ্ধে বড় সাফল্য পেল ভারতীয় নৌসেনা (Indian Navy)। অপহৃত জাহাজ সহ উদ্ধার করা হল ১৯ জন পাকিস্তানি নাগরিককে। জলদস্যুদের (Pirates in Arabian Sea) বিরুদ্ধে ৩৬ ঘণ্টার মধ্যে এটা ভারতীয় যুদ্ধজাহাজের দ্বিতীয় সফল অভিযান।

ভারতীয় নৌবাহিনী তরফে এক্স হ্যান্ডেলে এই সাফল্যের কথা জানানো হয়েছে। নৌসেনা সূত্রে খবর সোমবার রাতে ইরানি পতাকাবাহী আল নইমি ভেসেল অপহরণ করেন ১১ জন জলদস্যু। তাঁদের বিরুদ্ধে অভিযান চালায় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ভেসেলটিতে ১৯ জন নাবিক (Pakistani Sailors) ছিলেন, সকলেই পাকিস্তানের নাগরিক। এদের সকলকে উদ্ধারের পাশাপাশি ১১ জন জলদস্যুকেও পাকড়াও করা গেছে।এর কয়েক ঘণ্টা আগেই এমভি ইমান নামে আরও একটি ভেসেল এবং তার ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা।