বহুক্ষেত্রে দেখা যায় ভিনরাজ্যের চিকিৎসক এই রাজ্যে এসে প্র্যাকটিস করেন। সেক্ষেত্রে কোনও রকম সমস্যা হলে বা গাফিলতির অভিযোগ উঠলে রাজ্য সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নিতে পারে না। এবার সেই সমস্যা সমাধান করতেই আরও কড়া হল রাজ্য মেডিকেল কাউন্সিল। সম্প্রতি এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে বেসরকারি বা নার্সিংহোমের চিকিৎসকদের প্রাইভেটে প্র্যাকটিস করতে গেলে রাজ্য মেডিকেল কাউন্সিলের অনুমোদন নিতেই হবে। সেক্ষেত্রে যদি ভিন রাজ্যের রেজিস্ট্রেশন থাকে তাহলেও এই রাজ্যের মেডিকেল কাউন্সিলের থেকে অনুমোদন নিতেই হবে।
ইতিমধ্যেই, প্রথম পর্যায়ে রাজ্যের কলকাতার সাতটি বড় কর্পোরেট হাসপাতালের কাছে তাদের চিকিৎসক তালিকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখানে ডাক্তারদের আধার এবং প্যান কার্ড এবং রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। ১৫ দিনের সময় দেওয়া হয়েছে তাদের। এরপর ধীরে ধীরে রাজ্যের সব বেসরকারি হাসপাতালকেই এই নির্দেশিকা পাঠানো হবে বলে জানানো হয়েছে।
রাজ্য মেডিক্যাল কমিশনের চেয়ারম্যান বিধায়ক ডঃ সুদীপ্ত রায় বলেছেন, ‘‘অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর থাকলেও, নাম নথিভুক্ত করাতে হবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে।’’ কমিশন সূত্রে খবর, খুব শীঘ্রই এমন বিধি আনা হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।