Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) নতুন জীবন পেয়েছেন ঋষভ পন্থ।করছেন রিহ্যাব। তবে এখনও ক্রিকেট মাঠে ফিরতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ক্রিকেটীয় অনুশীলন শুরু করেছেন তিনি। এরই মাঝে এক সাক্ষাৎকারে সেই দুর্ঘটনার পরের অনুভূতির কথা জানান পন্ত।

২) ইস্টবেঙ্গল ক্লাবকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত হাজার হাজার সমর্থক। বিমান বন্দর থেকে গোটা টিমকে স্লোগান-র‍্যালি দিয়ে নিয়ে আসেন লাল-হলুদ সমর্থকেরা। বিমানবন্দরে চিত্রটা যখন এরকম। অপরদিকে ক্লাব তাঁবুতে সাজো সাজো রব। লেসলি ক্লডিয়াস সরণীতে লাল-হলুদ সমর্থকদের জন জোয়ার।

৩) সেলিব্রেশনের মধ্যে দিয়েই যেন আইএসএল দ্বিতীয় লেগের সূচনা করে দিলেন কুয়াদ্রাত। দুদিনের ছুটি, তারপর মিশন ডার্বিতে নামবে লাল-হলুদ। ৩ ফেব্রুয়ারি ডার্বি। সেই ম্যাচে নিজেদের উজার করার কথা জানান লাল-হলুদ কোচ। সমর্থকদের চোখও যেন সেই আশাই বুনছেন।

৪) সুপার কাপ জেতালেও বোরহা হেরেরাকে ছেড়েই দিল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ইস্টবেঙ্গল থেকে লোনে এফসি গোয়ায় যোগ দিচ্ছেন এই মিডফিল্ডার। তাঁর জায়গায় আসতে চলেছেন ভিক্টর ভাসকোয়েজ। বার্সেলোনার যুব দল থেকে উত্থান ভাসকোয়েজের।

৫) সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল এফসি। কলিঙ্গ সুপার কাপ জেতার সুবাদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলতে চলেছে ইস্টবেঙ্গল। সুপার কাপ জয়ী দলকে এই সুযোগ দেওয়া হয়। আর ইস্টবেঙ্গলের এই সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে দলকে শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রী কোচ, ফুটবলার, কর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন আগামী দিনের জন্য।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ