নির্বাচন আধিকারিককে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তুললেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। চণ্ডিগড় মেয়র নির্বাচনে বিজেপির কাছে সামান্য অঙ্কে পর্যুদস্ত হয়ে ক্ষোভ উগরে দেন আপ নেতারা। বিজেপির এই জয়কে অসাধু বলে দাবি করেন কেজরিওয়াল।
চণ্ডিগড় মেয়র নির্বাচনে হাতাহাতির পরিস্থিতি তৈরি হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন আপ নেতারা। শেষ পর্যন্ত চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে আসেন আপ প্রার্থীরা। এরপরই নির্বাচন আধিকারিকের দিকে আঙুল তোলেন আপ নেতারা। এই নির্বাচনে কংগ্রেস ও আপ আসন সমঝোতা করে লড়াই করেছিল। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচন জেতা বিজেপি বিরোধী জোটের জন্যও তাৎপর্যপূর্ণ হত।
চণ্ডিগড় মেয়র পদে ৩৬ আসনের নির্বাচনে ১৬টি আসনে জয়ী হয় বিজেপি। আপ প্রার্থী ১২ আসন লাভ করে। আশ্চর্যজনকভাবে ৮টি ভোট বাতিল হয়। বাতিল করেন নির্বাচন আধিকারিক অনিল মাসি। এখানেই অসাধু উপায়ে জেতার অভিযোগ তোলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আপ-এর দাবি অনিল মাসি বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা। তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈধ ভোট বাতিল করেছেন।