গতকাল দীর্ঘ ১২ বছরের খরা কাটিয়ে জাতীয় স্তরে ট্রফি জয়ের স্বাদ পেয়েছে ইস্টবেঙ্গল এফসি। সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারায় কার্লোস কুয়াদ্রাতের দল। দলকে গোল করে জয় এনেদেন অধিনায়ক ক্লেটন সিলভা। আর এই জয়ের পরই উচ্ছ্বাসে ভাসে লাল-হলুদ সমর্থকেরা। আর দলকে এবং সমর্থকদের এমন জয় এনে দিতা পেরে উচ্ছ্বসিত ক্লেটন। ম্যাচ শেষে সেই কথাই জানালেন লাল-হলুদ অধিনায়ক।
ম্যাচ শেষে ক্লেটন বলেন, “এই জয় শুধু আমার নয়, গোটা দলের। ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে আমরা গোল খেয়ে গিয়েছিলাম। কিন্তু হাল ছাড়িনি। গোটা দল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। পাঁচটা ম্যাচেই ভাল খেলেছি। খুব ভাল লাগছে। ডুরান্ড কাপে মোহনবাগানের কাছে হারের ব্যথা ছিল। সেটা কিছুটা হলেও ভুলতে পেরেছি।” এরপর ক্লেটন আরও বলেন, “মরশুমের প্রথম চার-মাস আমি ভাল খেলতে পারিনি। নিজেকে নিয়ে একেবারেই খুশি ছিলাম না। মাঝে দু’-তিন সপ্তাহের জন্য ছুটি পেয়ে নিজেকে নতুন করে তৈরি করে তুলেছি। স্ত্রীর সঙ্গে সময় কাটিয়েছি। আরও ভাল খেলার সঙ্কল্প নিয়েছি। আমি জানতাম যে কাজটা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। কোচ এবং সমর্থকেরা আমার উপরে বিশ্বাস রেখেছেন। তাই আমি জানতাম, আরও একটু বেশি দিতে পারলে ভাল কিছু হতেই পারে।”
সুপার কাপে সবচেয়ে বেশি গোল লাল-হলুদ অধিনায়কের, পেয়েছেন পুরস্কারও। এবার কি আইএসএলের সোনার বুট তাঁর লক্ষ্য? এই প্রশ্নের উত্তরে ক্লেটন বললেন, “আমি বরাবর গোল করতে ভালবাসি। আগামী দিনেও তাই থাকবে। সর্বোচ্চ গোলদাতা হওয়ার ইচ্ছে সবারই থাকে। আমারও রয়েছে।”
আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস





 
 
 
 


































































































































