এখনই বাড়ছে না কোচবিহারে ভ্যালুয়েশন ট্যাক্স। সোমবার, কোচবিহারে রাসমেলা ময়দানের প্রশাসনিক সভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১৫ সালের পরে কোচবিহারে ট্যাক্স বাড়ায়নি। এদিন সকালে সার্কিট হাউস থেকে হেঁটে কোচবিহার রাসমেলা ময়দানে পৌঁছন মুখ্যমন্ত্রী। পথে জনসংযোগ সারেন তিনি। রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায় পশ্চিমবঙ্গ পুলিশের কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়ন।

এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “আমার কাছে একটা আবেদন এসে পৌঁছেছে। যা নিয়ে আমি রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কথা বলেছি। ২০১৫ সালের পর কোচবিহারের ভ্যালুয়েশন বোর্ড নাকি কোনও ভ্যালুয়েশন বাড়ায়নি। তবে ইদানীং অনেকের বাড়িতে ভ্যালুয়েশন ট্যাক্স বাড়ানো সংক্রান্ত নোটিশ পাঠানো হচ্ছে।“ এর পরেই তিনি ঘোষণা করেন, “আমি বলব আপাতত নোটিশটা বন্ধ করে দিতে। কোনও ট্যাক্স এখন বাড়াবেন না। আমি কথা বলে নেব।”

মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানাচ্ছি এটা আপাতত বন্ধ থাকবে। রবীন্দ্রনাথ ঘোষ ও অভিজিৎ ভৌমিককে আমি কথা বলে জানিয়েছি।” রাসমেলার মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। জানান, কোচবিহারে ১৯৮ টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হল। সব মিলিয়ে প্রায় ৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হল।


 
 
 
 



































































































































