ভয়াবহ বললেও কম বলা হয়। যোগীরাজে উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলার করুণ ছবিটা প্রকাশ্যে চলে এলো আরও একবার। ৪৮ বছর বয়সী এক কলেজ শিক্ষককে ঘরে বন্দি করে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটল কানপুরের পানকি এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে ওই শিক্ষকের। নিষ্ঠুরতার এমন ভয়াবহ ঘটনার কথা প্রকাশ্যে আসার পর শিউরে উঠেছে গোটা দেশ। প্রশ্ন উঠছে, আর কতখানি তলানিতে নামবে যোগীর শাসনে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা?

জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনা ঘটেছে গত রবিবার কানপুরের পাতরাসা গ্রামে। মৃত ওই শিক্ষকের নাম দয়ারাম। ঘটনার সময় দয়ারাম তাঁর ছোটভাই অনুজকে ফোন করে জানায় সঞ্জীব এবং তার ভাইয়েরা তাঁকে একটি ঘরে বন্দি করে আগুন লাগিয়ে দিয়েছে। বিষয়টি জানার পর অনুজ তড়িঘড়ি পুলিশে খবর দেয়। এবং পুলিশের সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয়। তবে তালাবন্দি ঘর খুলতে বেশ কিছুটা সময় লাগে। ততক্ষণে পুড়ে মৃত্যু হয় দয়ারামের। ঘটনার তদন্তে নেমে সঞ্জীবকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার বিজয় ধুল। তিনি জানান, ওই ঘর থেকে দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে মৃতের ভাই। এই তালিকায় রয়েছে মৃতের শ্যালিকা ও তাঁর পুরুষ বন্ধুও।










































































































































