বাজেট অধিবেশনের আগে মঙ্গলে কেন্দ্রের সর্বদলীয় বৈঠক, যোগ দেবে তৃণমূল

0
1

বাজেট অধিবেশনের আগে মঙ্গলবার রীতিমেনে সর্বদল বৈঠক ডাকল মোদি সরকার। কেন্দ্রের সর্বদলীয় বৈঠকে যোগ দেবে তৃণমূল (TMC)। প্রতিবারই সংসদের অধিবেশন শুরুর আগে সবদলের নেতাদের সঙ্গে আলোচ্য বিষয় নিয়ে বৈঠক ডাকে কেন্দ্রীয় সরকার। এবার তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) এবং রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray)।

এবারের বাজেট অধিবেশনে তৃণমূলের (TMC) মূল এজেন্ডা-বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। পাশাপাশি, এই মুহূর্তে দেশের জ্বলন্ত সমস্যাগুলিও রয়েছে। দীর্ঘদিন ধরেই মনরেগা, আবাসন থেকে শুরু করে মিড ডে মিল এবং গ্রাম সড়ক যোজনার মতো প্রকল্পগুলিতে কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া প্রাপ্য টাকা আটকে রেখেছে। দিল্লি (Delhi) গিয়ে আন্দোলন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার দাবি নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের বকেয়া নিয়ে ইতিমধ্যেই দিল্লিতে কেন্দ্র ও রাজ্য সরকারের আমলাদের একটি বৈঠকও হয়েছে। গত শীতকালীন অধিবেশনেও বিষয়টি নিয়ে সরব হয়েছিল তৃণমূল। শেষ অধিবেশনেও বাংলার বঞ্চনা নিয়েই আলোচনাকে প্রাধান্য দিতে চায় তারা।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও জোট হচ্ছে না। যদিও সর্বভারতীয় ক্ষেত্রে সেই সমন্বয় অক্ষুন্ন থাকার কথা বলেছেন তিনি। সুদীপ বন্দ্যোপাধ্যায় আগামী অধিবেশনে সমন্বয় প্রসঙ্গে জানিয়েছেন,  “বাজেট অধিবেশনে তো প্রথমদিন রাষ্ট্রপতির ভাষণ, তারপরদিন ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে। তারপর আসবে কক্ষ সমন্বয়ের বিষয়টি। ফলে সেই সময় পরিস্থিতি যেমন থাকবে সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে। কক্ষ সমন্বয় না হওয়ার কোনও কারণ তো দেখছি না।”