ভিনরাজ্য থেকে অপহৃত নাবালিকাদের উদ্ধার পুরুলিয়া পুলিশের

0
1

বিহারের চম্পারণ থেকে দুই অপহৃত নাবালিকাকে উদ্ধার করল পুরুলিয়া পুলিশ। কাজের টোপ দিয়ে দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগে এক মহিলা পাচারকারীকেও গ্রেফতার করে পুলিশ। ধৃতর সূত্র ধরে অপহরণের সঙ্গে যুক্ত গোটা দলকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ, জানান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

২ জানুয়ারি পুরুলিয়ার মফস্বল থানা এলাকার দুই স্কুল পড়ুয়া নাবালিকা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে পড়ে। ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে পৌঁছে যায় তারা। সেখানেই উদ্দেশ্যহীনভাবে দুই নাবালিকাকে ঘুরতে দেখে ফাঁদ পাতে রূপালি নামে এক অপহরণকারী। স্বামীর সঙ্গে সে একজায়গায় কাজ করতে যাচ্ছে বলে জানায় দুই নাবালিকাকে। সেখানে তাঁদের সঙ্গে গেলে ভালো উপার্যন হবে বলে দুজনকে টোপ দেয় সে। তারপর কার্তিক নামে এক পুরুষ সঙ্গী সহ নাবালিকাদের নিয়ে ট্রেনে ওঠে রূপালি। বর্ধমানে তাঁদের সঙ্গে যোগ দেয় কৃতি নামে আরেক মহিলা।

চম্পারণে পৌঁছাতেই রূপ বদলায় রূপালি। সেখানে দুই নাবালিকাকে দেহব্যবসায় নামানোর জন্য চাপ দিতে থাকে তারা। ইতিমধ্যেই নাবালিকাদের পরিবারের তরফে অভিযোগ পেয়ে তদন্তে নামে মফস্বল থানা। বিশেষ সূত্র ধরে চম্পারণ পৌঁছায় পুরুলিয়া পুলিশ। সেখানে চম্পারণ থানার পুলিশের সহযোগিতায় অপারেশনে নামে তাঁরা। উদ্ধার হয় দুই নাবালিকা। গ্রেফতার করা হয় রূপালিকে। নাবালিকাদের ওপর যৌন নির্যাতন হয়েছে কি না জানতে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাদের।