অনেকক্ষণ ধরে বিমানবন্দরে বিমান দাঁড়িয়ে আছে। কিন্তু ছাড়ছে না কেন? ভিড়ে ঠাসা যাত্রীবাহী বিমানে ক্রমশই ধৈর্যচ্যুতি ঘটছিল। চার ঘণ্টা ধরে বিমানের কোনও নড়নচড়ন না হওয়ায় অবশেষে আপৎকালীন দরজা খুলে বিমানের ডানায় উঠে পড়লেন এক যাত্রী! গোটা ঘটনায় নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নের মুখে মেক্সিকো আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।


ঠিক কী হয়েছিল? সূত্রের খবর গত বৃহস্পতিবার মেক্সিকো থেকে গুয়াতেমালা যাওয়ার জন্য এএম ০৬৭২ বিমানটি অপেক্ষা করছিল। উড়ানের সময় ছিল সকাল পৌনে এগারোটা। কিন্তু নির্ধারিত সময়ের পর প্রায় ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বিমান ছাড়ছিল না। কোথাও কোনও সমস্যা হয়েছে কী না সেই নিয়েও কেউ স্পষ্ট করে কিছু জানাচ্ছিলেন না। অগত্যা অধৈর্য হয়ে এক মেক্সিকান যাত্রী খুলে ফেলেন আপৎকালীন দরজা। তার পর বিমানের ডানায় বেরিয়ে আসেন। কিছু ক্ষণ পরেই ফের বিমানের কেবিনের মধ্যে ঢুকে পড়েন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন কোনও দুর্ঘটনা ঘটেনি, সকলেই সুরক্ষিত আছেন এবং ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতি জারি করে ঘটনাটি সম্পর্কে জানিয়েছে।







































































































































