উচ্চপদস্থ আধিকারিকের ছেলের রহস্যমৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজধানী শহর। রবিবার দিল্লি পুলিশের (Delhi Police) আধিকারিকের ছেলে লক্ষ্য চৌহনের (Lakshya Chauhan) দেহ উদ্ধার হল। সূত্রের খবর, হরিয়ানার (Hariyana) সমলখা এলাকার একটি খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পাশাপাশি এদিন লক্ষ্যকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকেও (Main Accused) গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। এখনও পর্যন্ত খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। রবিবার তল্লাশি অভিযানের পর বিকাশকে গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দুই ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
গত ২২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন দিল্লি পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার যশপাল সিংহের ছেলে। বন্ধুদের সঙ্গে মাত্র দুদিনের জন্য হরিয়ানাতে বিয়েবাড়ি যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু এরপর তিন দিন কেটে গেলেও বাড়ি ফেরেননি লক্ষ্য। কথা মতো ছেলে বাড়ি না ফেরায় এবং তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে থানায় মিসিং ডায়েরি করেন লক্ষ্যের বাবা যশপাল। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আইনজীবী লক্ষ্য তাঁর দুই বন্ধু বিকাশ ভরদ্বাজ এবং অভিষেকের সঙ্গে সোনিপতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন।
এরপরই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিষেককে গ্রেফতার করে। তাঁকে জেরা করতেই উঠে আসে খুনের তথ্য। জেরায় অভিষেক স্বীকার করেন, মুনাক খালে লক্ষ্যকে পিছন থেকে ধাক্কা মেরে জলে ফেলে দেন বিকাশ। এছাড়া পুলিশ আরও জানতে পারে, আইনজীবী লক্ষ্যর সঙ্গে বেশ কিছু দিন ধরেই টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছিল বিকাশের। বিকাশের থেকে লক্ষ্য অনেক দিন আগে কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ না করায় লক্ষ্যের সঙ্গে অশান্তি শুরু হয় বিকাশের। তবে বিয়ে বাড়ি সেরে ফেরার পথে মুনাক খালের কাছে শৌচকর্ম করার জন্য গাড়ি থেকে নামেন তিন বন্ধু। আচমকাই বিকাশ, লক্ষ্যকে ধাক্কা মেরে ফেলে দেন খালের জলে। তার পর গাড়ি করে পালিয়ে যান অভিষেক এবং বিকাশ। তারপর থেকেই মাস্টারমাইন্ড বিকাশকে খুঁজছিল পুলিশ।