আবহাওয়ার বড় পরিবর্তন, মঙ্গলেই ঝড় বৃষ্টিতে নাকাল হতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। মৌসম ভবনের (IMD) আপডেটে অস্বস্তি বেশ বাড়ছে। হাওয়া অফিসের কর্তারা বলছেন ইতিমধ্যেই বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন (Cyclonic Circulation)তৈরি হয়েছে, সঙ্গে আবার পাঞ্জাব-হরিয়ানা সংলগ্ন হিমালয় পাদদেশ অঞ্চলে তৈরি হয়ে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা৷ এই দুইয়ের জেরে ঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ২৬০ থেকে ২৭০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাওয়া অফিস বলছে আজ দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। সন্ধ্যা নাগাদ বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও নদীয়ার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি ভিজবে বাংলা। হাওয়া অফিস জানিয়েছে ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশায় ঢাকা থাকবে বিভিন্ন এলাকা।







































































































































