মালদহে সরকারি অতিথিশালায় রাহুলের মধ্যাহ্নভোজের অনুমতি নিয়ে বিতর্ক

0
1

মালদহে সরকারি অতিথিশালায় মধ্যাহ্নভোজ করতে চেয়েছিলেন। কিন্তু সেই অনুমতি দেওয়া হল না রাহুল গান্ধীকে।স্থানীয় কংগ্রেস নেতৃত্বের সূত্রে জানা গিয়েছে, আগামী ৩১ জানুয়ারি রাহুলের ‘ন্যায় যাত্রা’ জেলায় প্রবেশ করার কথা। সেই কারণে দলীয় নেতারা রতুয়া থানার ভালুকার সেচ দফতরের অতিথিশালায় রাহুলের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করতে চেয়েছিলেন। জেলা কংগ্রেসের তরফে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়। কিন্তু জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ওই দিন মালদহ সফরে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জেলার কোনও সরকারি অতিথিশালায় থাকা-খাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না কাউকেই।

এরই পাশাপাশি, আগামী ১ ফেব্রুয়ারি বহরমপুরে রাহুলের ন্যায় যাত্রায় অংশ নেওয়া কংগ্রেস নেতাদের রাত্রিবাসের জন্য বহরমপুর স্টেডিয়াম চাওয়া হয়েছিল। সেই অনুমতিও পাওয়া যায়নি। মুর্শিদাবাদের জেলাশাসক জানিয়ে দিয়েছেন, বহরমপুর স্টেডিয়ামের বদলে নিকটবর্তী এফইউসি মাঠ দেওয়া যেতে পারে। জেলা প্রসাসনের এই প্রস্তাবে অবশ্য এখনও কংগ্রেসের তরফে কিছু জানানো হয়নি।জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদারের অভিযোগ, সরকারি নিয়ম মেনেই অতিথিশালায় রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু তা পাওয়া যায়নি।

পাল্টা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলালচন্দ্র সরকার বলেন, ভোট আসলেই কংগ্রেস জেগে ওঠে। অভিযোগ করা ছাড়া কংগ্রেসের কোনও কাজ নেই। এই জানুয়ারি মাসে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের নানান প্রকল্পের মেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই সরকারি গেস্ট হাউসগুলি আগেভাগেই বুকিং আছে। তাই হঠাৎ করে কাউকে অতিথিশালা দেওয়া সম্ভব নয়।