বর-১০৩, কনে-৪৯, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

0
1

১০৩ বছর বয়সেও নিঃসঙ্গতা। তাই কনে হিসাবে নিজের বয়সের অর্ধেকেরও কম বয়সি মহিলাকে বেছে নিলেন মধ্যপ্রদেশের ভোপালের এক বৃদ্ধ। একইভাবে নিঃসঙ্গতা কাটাতে দ্বিগুণ বয়সি বৃদ্ধকেই পছন্দ ওই মহিলার। আর তাদের বিয়ে করে বাড়ি ফেরার তাঁদের ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া।

গতবছর ভোপালের ১০৩ বছরের হাবিব নজরের সঙ্গে ৪৯ বছরের ফিরোজ জাহানের বিয়ে হয়। একটি অটো করে এই নবদম্পতি যখন বিয়ে সেরে বাড়ি ফিরছিলেন তখন একটি ভিডিও করা হয় তাঁদের। সেই ভিডিওটিই সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানেই হাবিব বলছেন এটি তাঁর তৃতীয় বিয়ে। এমনকি এই বয়সে বিয়ের কারণ নিয়েও খোলাখুলি হাবিবি নজর। তাঁর কথায় একা একা আর ভালো লাগছিল না। তাই পছন্দের ফিরোজকে বিয়েই করে ফেললেন।

ভারতের স্বাধীনতা সংগ্রামের সৈনিক ছিলেন হাবিব নজর। দেশ স্বাধীন হওয়ার পর নাসিকের এক মহিলার সঙ্গে বিয়ে করে সংসারিও হন। এরপর লক্ষ্ণৌতে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। এই দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর থেকে সময়টা ভালো কাটছিল না হাবিবের। সেই সময়ই ফিরোজের সঙ্গে আলাপ হয় তাঁর। স্বামীর মৃত্যুর পর ফিরোজও একাকিত্বে ভুগছিলেন। হাবিবকে দেখাশোনার একজন মানুষও হয়ে উঠতে চেয়েছিলেন তিনি। এরপরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় মানুষ তাঁদেরকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানাচ্ছেন। আবার হাবিবও তাঁদের ধন্যবাদ জানাচ্ছেন।